Submit Web
Email your website URL, mobile number and short description of your news portal.
To
editor@onlinebanglanewspaperlist.com
Skype: lionshawon
IMO: +88 01911789990
Whatsapp: +60199197322
×

স্বপ্নের পুরুষের দেখা পেয়ে আপ্লুত আমির খান!

আমির খান

ডেস্ক রিপোর্ট: অবশেষে আমির খান দেখা পেলেন তাঁর স্বপ্নের পুরুষের। আমি আপনি যে মিস্টার পারফেকশনিস্টের আপাদমস্তক ভক্ত তিনিও কারো ফ্যান হতে পারেন? 

নিশ্চয় পারেন, যদি ব্যক্তিটি আর্নল্ড সোয়ার্জেনেগার হন, তাহলে নিশ্চয় পারেন৷একটি সামিট সেশনে গিয়ে আমিরের সঙ্গে দেখা হয় এই হলিউড অভিনেতার। সোয়ার্জেনেগারের সঙ্গে আমির নিজের ছবিও পোস্ট করেন ট্যুইটারে।

আর্নল্ডকে দেখামাত্র আপ্লুত হয়ে পড়েন আমির। কিন্তু সেই আপ্লুত হওয়া অবশ্যই ছিল তারকাচিত। সোয়ার্জেনেগারকে দেখামাত্র হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন আমির। প্রিয় অভিনেতাকে জানান, তাঁর লেখা ‘মেনি টাইমস ওভার’ বইটি পড়েছেন তিনি। 

আর্নল্ড স্মিত হেসে প্রত্যুত্তর দেন, সেটা তিনি দেখতেই পাচ্ছেন। আসলে এই বইতে হলিউডি অভিনেতা একজন অভিনেতার সুঠাম শরীর গঠন, প্যাকস এবং অ্যাবস তৈরির বিভিন্ন রহস্য ব্যাখ্যা করেছেন। শোনা যায়, ‘ধুম ৩’-এর জন্য অ্যাবস তৈরির আগে আমির ওই বইয়ের সাহায্য নিয়েছিলেন।

ডেস্ক রিপোর্ট
অলবাংলা নিউজপেপার